মৌলভীবাজারে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা সাদিকুর রহমান আটক

সিটিভি নিউজ।। মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী (মিকাঈল) ,মৌলভীবাজার জেলা রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়নে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা সাদিকুর রহমানকে আটক করেছে মডেল থানা পুলিশ।
আটক সাদিকুর রহমান সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের আমুয়া গ্রামের মৃত মনহর মিয়ার ছেলে। তিনি সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলের দিকে মডেল থানার এসআই রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আখাইলকুড়া ইউনিয়নের চানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সাদিকুর রহমান আওয়ামী লীগের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ০৩-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=