বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি===============
কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কাজী খোরশেদ আলম বলেন, “শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বুড়িচং প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।”
সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু বলেন, “সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও প্রেসক্লাব এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”
অতিথির বক্তব্যে বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং অনুকরণীয়।”
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান। তারা বলেন, শীতার্তদের সহায়তায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারোয়ার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজহারুল ইসলাম, বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাজী মো. নুরুল হক মাস্টার এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মো. সাফি, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মো. ফয়েজ, বিজ্ঞান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেন বাচ্চু মোল্লা এবং সদস্য জামাল উদ্দিন, রাকিবুল হাসান রনি, মো. মারুফ, মো. কিবরিয়া ও মো. মহিউদ্দিন। সংবাদ প্রকাশঃ ০৩-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=