পার্বতীপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি:=============
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দিনাজপুরের পার্বতীপুরে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর ২টা ৩০ মিনিটে পার্বতীপুর শহরের ঢাকা মোরে পার্বতীপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র মন্জুরুল আজিজ পলাশ,পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ মঞ্জু, উপজেলা যুব দলের আহবায়ক আতিকুর রহমান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু,পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু এহিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নানংককক, ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গায়েবানা জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান স্মরণ করেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেন। এ উপলক্ষে পার্বতীপুর বিএনপি কার্যালয়ে বাত মাগরিব খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া আয়োজন করা হয়। সংবাদ প্রকাশঃ ০৩-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন