পড়ালেখায় মন বসানোর নামে শিশুকে যৌন নিপীড়ন, কবিরাজ শ্রীঘরে

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর (কুমিল্লা) থেকে ঃ সংবাদদাতা —====
কুমিল্লার মুরাদনগরে পড়ালেখায় মনোযোগী করে তোলার কথা বলে ঝাড়ফুঁকের প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে (১০) যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত কথিত কবিরাজ মাঈন উদ্দিনকে (৩৫) গ্রেপ্তারপূর্বক শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লার কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়েছে। ধৃত মাঈন উদ্দিন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের মৃত চাঁন খা মোল্লার ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ে। স¤প্রতি সে পড়ালেখায় অমনোযোগী হওয়ায় প্রতিবেশী মাঈন উদ্দিন ঝাড়ফুঁকের মাধ্যমে তাকে মনোযোগী করার আশ্বাস দেন। গত শুক্রবার দুপুরে সুযোগ বুঝে শিশুটির পরিবারের সদস্যদের ঘরের বাইরে পাঠিয়ে দিয়ে তাকে একা পেয়ে যৌন নিপীড়ন করেন মাঈন। শিশুটির চিৎকারে অভিযুক্ত পালিয়ে গেলেও পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
এ ঘটনায় শুক্রবার রাতেই ভুক্তভোগীর অভিভাবক বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দিলে পুলিশ শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত মাঈন উদ্দিনকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান ঘটনার সত্যতা শিকার করে জানান, অভিযোগ পাওয়ার পরই দ্রæত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সংবাদ প্রকাশঃ ০৩-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন