ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অভিযোগের প্রতিবাদ কুমিল্লা-৩ আসনের জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা জানান ====
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল তার বিরুদ্ধে আনা জমি আত্মসাৎ ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। বুধবার দুপুরে কুমিল্লা নগরীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে ইউসুফ হাকিম সোহেল বলেন, “আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা একজন নারীকে ঢাল হিসেবে ব্যবহার করে আমার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। মূলত এটি একটি পরিকল্পিত ‘মিডিয়া ট্রায়াল’ ছাড়া আর কিছুই নয়।”
বৈধ মালিকানার প্রমাণ ‘বন্ধন ফুড এন্ড বেভারেজ লিমিটেড’-এর মালিকানা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে তিনি জানান, কোম্পানি ও জমি লেনদেন সম্পূর্ণ আইনানুগ ভাবে সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রার, বোর্ড রেজুলেশন এবং পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে মালিকানা হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরের সময় যথাযথভাবে পত্রিকায় বিজ্ঞপ্তি ও নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল।
তিনি আরও উল্লেখ করেন, “২০১৫ সাল থেকে আমি নিয়মিত জমির খাজনা পরিশোধ করে আসছি। ক্রয়ের পর এক বছর সেখানে সাইনবোর্ড টাঙানো ছিল, তখন কেউ কোনো আপত্তি করেনি। দীর্ঘ ৯ বছর পর নির্বাচনী সময়ে এই অভিযোগ তোলা হাস্যকর।”
টাকার লেনদেন প্রসঙ্গে তিনি বলেন, নগদ অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ার পর সংশ্লিষ্ট পক্ষগুলো স্বেচ্ছায় ও আইন মেনে কোম্পানির সম্পত্তি তার কাছে হস্তান্তর করে। এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই। যে পাঁচজনের কাছ থেকে তিনি জমির মালিকানা পেয়েছেন, তাদের মধ্যে ফরহাদ নামক একজনের দ্বিতীয় স্ত্রী (ফাতেমা) এই ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। অথচ মূল অংশীদার ফরহাদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি ইউসুফ হাকিম সোহেল বলেন, “যিনি অভিযোগ করেছেন, তার সঙ্গে এই জমির বা কোম্পানির কোনো দাপ্তরিক যোগাযোগ বা লেনদেন নেই। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তাকে সামনে আনা হয়েছে। এই অপপ্রচার ও প্রতারক চক্রের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আমি খুব শীঘ্রই কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব।”
উল্লেখ্য, স¤প্রতি ফাতেমা নামের এক নারী সংবাদ সম্মেলন করে ইউসুফ হাকিম সোহেলের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও জমি আত্মসাতের অভিযোগ আনলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াত নেতা সেই অভিযোগের দালিলিক জবাব দিলেন। সংবাদ প্রকাশঃ ৩১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন