অসুস্থ বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদাকে দেখতে হিউম্যান এইডের প্রতিনিধি দল

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ==============টেকনাফ উপজেলার বীরমুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব নুরুল হুদার অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে গেছেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল-এর একটি প্রতিনিধিদল।
গত ৩০ ডিসেম্বর বিকেল ২টায় টেকনাফ পৌরসভার ডেইলপাড়া এলাকায় নিজ বাসভবনে তাঁর খোঁজখবর নেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা)-এর কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক নুরুল হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম, টেকনাফ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. কলিম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক মো. শফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হুদা টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘ ৩০ বছর বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হিসেবে টানা ১৩ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বর্তমানে তিনি কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সম্মানিত সদস্য এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন। মাদকের বিরুদ্ধে নিরলস সংগ্রামী এই সংগঠক বর্তমানে ৭৫ বছর ৫ মাস বয়সে দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
হিউম্যান এইড ইন্টারন্যাশনালের নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। সংবাদ প্রকাশঃ ৩০-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=