নির্বাচনে জুলাইয়ের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ: ডা. তাহের

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা জানান == : এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এবারের নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য। এই নির্বাচনে আ’লীগ অনুপস্থিত আছে। এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। যারা রাইটিস্ট (ডানপন্থী) এবং ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি তারা সবাই আজ ঐক্যবদ্ধ। এটা আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি, একদিকে কতিপয় মানুষ দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে এবার ইনশাআল্লাহ।

ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সোমবার কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) নির্বাচনী আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিন এর কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

ডা. তাহের এ সময় আরও বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এই নির্বাচন বিগত দিনের যেকোনো নির্বাচনের চেয়ে আরও বেশি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু হবে। যাতে জনগণ সুশৃংখলভাবে তাদের কাঙ্খিত প্রার্থীকে ভোট দিতে পারবে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. নূরুল আমিনের হাতে মনোনয়নপত্র জমাদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মু. শাহজাহান, সাবেক জেলা আমীর আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি মু. সাহাব উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, ইঞ্জিনিয়ার মুজিবুল হক, ওয়াজিউল্লাহ ভূঁইয়া খোকন, মো. রুহুল আমিন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল প্রমুখ। সংবাদ প্রকাশঃ ২৯-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন