সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ===========কক্সবাজারের উখিয়া উপজেলার শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারকালে ৬৪ বিজিবির অভিযানে ৯,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক চালককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি টেকনাফ থানাধীন হাবিরপাড়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. জামাল (৪৩)।
রোববার (২৮ ডিসেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, ২৮ ডিসেম্বর সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বিজিবির মাদক শনাক্তকারী ডগ স্কোয়াডের সদস্য বিজিডি-১০৬৫ “রকি” গাড়িটির স্টিয়ারিংয়ের নিচে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো পাঁচটি পোটলা শনাক্ত করে। পরে সেখান থেকে মোট ৯,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় প্রাইভেটকারের চালক মো. জামালকে আটক করা হয় এবং মাদক পাচারে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে। সংবাদ প্রকাশঃ ২৯-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com