নারায়ণগঞ্জের পাঁচটি আসনে মনোনয়ন জমা দিলেন ৫৭ জন

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিলে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৫৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর আগে এসকল আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৯১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। সোমবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) : রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসন। এ আসনের মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৪১৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ১০১ জন, নারী ১ লাখ ৯৯ হাজার ৩১২ জন এবং হিজড়া ২ জন। এ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৮ জন। এর মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেহান আফজাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. মনিরুজ্জামান চন্দন, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন এবং স্বতন্ত্র মো. হামিদুল হক খোকন।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) : আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ২৪৯ জন। যার মধ্যে ১ লাখ ৮৪ হাজার ৬৮৩ জন পুরুষ এবং ১ লাখ ৭৪ হাজার ৫৬১ জন নারী। আসনটিতে হিজড়া ভোটার ৫ জন। এ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১৩ জন। এদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লাসহ ১০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) : সোনারগাঁ উপজেলার পাশাপাশি এ বছর সিদ্ধিরগঞ্জ এলাকাযুক্ত করে গঠন করা হয়েছে নারায়ণগঞ্জ-৩ আসন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৯৬১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৯৮ হাজার ৩০৮ জন ও নারী ২ লাখ ৮৮ হাজার ৬৫১ জন। এছাড়া ২ জন হিজড়া ভোটারও রয়েছেন। এ আসন থেকে ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। এ আসন থেকে বিএনপি মনোনীত আজহারুল ইসলাম মান্নান, স্বতন্ত্র প্রার্থী মামুন মাহমুদ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইকবাল হোসাইন ভূঁইয়াসহ ১১জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) : নতুন সীমানা অনুযায়ী সদর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৩২৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭০ হাজার ১৭ জন ও নারী ২ লাখ ৬৫ হাজার ৩০৪ জন। এছাড়া ৪ জন হিজড়া ভোটারও রয়েছেন। এ আসন থেকে সর্বোচ্চ ৩০ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। এ আসনে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী, স্বতন্ত্র মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলন, স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন, জামায়াত ও এনসিপি জোটের মনোনীত প্রার্থী আল আমিন, খেলাফত মজলিসের ইলিয়াস আহমেদ, বাংলাদেশ রিপাবলিক পার্টির আবু হানিফ হৃদয়সহ ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) : নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসন। তবে সম্প্রতি কিছু সংযোজন ও বিয়োজন হয়েছে। পরিবর্তীত সীমানা অনুযায়ী ভোটার তালিকা অনুযায়ী এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮০ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪০ হাজার ৮২০ জন এবং নারী ২ লাখ ৩৯ হাজার ৪৫৫। আসনটিতে হিজড়া ভোটার রয়েছেন ৭ জন। এ আসন থেকে ২২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল। এদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম, স্বতন্ত্র প্রার্থী আমজাদ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী বাহাদুর শাহ ও স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনসহ ১৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন অফিসার মো. রাকিবুজ্জামান বলেন, নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ৫৭ জন প্রার্থী মনোনয়ন পত্র আজ জমা দিয়েছেন। আজকেই মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ছিল। এর আগে মোট ৯১ জন পাঁচটি আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল। সংবাদ প্রকাশঃ ২৯-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=