ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী রাশেদ খান এবং স্বতন্ত্র (বিএনপির) সাইফুল ইসলাম ফিরোজ ও মুর্শিদাজামান পপির মনোনয়নপত্র দাখিল

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ==============
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের যুগ্ন-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মুর্শিদাজামান পপি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার বিকেল তিনটায় বিএনপি মনোনিত রাশেদ খান ঝিনাইদহ জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দদের সাথে নিয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদে এসে নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। রাশেদ খান গন অধিকার পরিষদের পদত্যাগকৃত কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক। এ সময় তার সাথে ছিলেন, ঝিনাইদহ -১ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী এ্যাড, আসাদুজ্জামান আসাদ, ২ নং আসনের ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড, এম এ মজিদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা ও কালীগঞ্জ পৌর বিএনপির আহব্বায়ক আলহাজ আতিয়ার রহমান সহ বিএনপির বিভিন্ন পর্ষায়ের নেতৃবৃন্দ। এর আগের দিন রোববার জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব তার মনোনয়নপত্র জমা দেন। সোমবার শেষ দিনে ইসলামী আন্দোলনের (হাতপাখা) আব্দুল জলিল, জাতীয় পাটির এমদাদুল ইসলাম বাচ্চু, গনফোরামের খনিয়া খানম, স্বতন্ত্র ওবাইদুল হক রাসেল ও মীর আমিনুল ইসলাম সহ মোট ০৯ জন প্রার্থী
সহকারী রিটার্নিং অফিসার কালীগঞ্জ উপজেলা কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, এবারে এ আসন থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহন করেছিলেন। সোমবার শেষ সময় পর্ষন্ত মোট ০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংবাদ প্রকাশঃ ২৯-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=