খেলতে বেরিয়েই আর ফেরা হলো না শিশু আবিরের

কালীগঞ্জে বেপরোয়া মোটরভ্যানের ধাক্কায় নিভে গেলো ৩ বছরের প্রাণ
সিটিভি নিউজ।। মানিক ঘোষ প্রতিনিধি জানান =====
ঝিনাইদহের কালীগঞ্জে বেপরোয়া মোটরচালিত ভ্যানের ধাক্কায় আবির নামের মাত্র ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মুহূর্তেই আনন্দের সংসারে নেমে আসে শোকের ছায়া।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবির রামচন্দ্রপুর গ্রামের কামাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি মুদি দোকানের দিকে যাওয়ার সময় দ্রæতগতির একটি মোটরচালিত ভ্যান শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেপরোয়া মোটরভ্যান চলাচল বেড়ে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেই।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন,
ঘটনাটি শুনেছি। শিশুটির মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সংবাদ প্রকাশঃ ২৮-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন