ভূমিকম্প সহনীয় ও মানসম্মত আবাসন নিশ্চিতে কাজ করছে উইকন প্রপার্টিজ

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান =====
ঢাকা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চার দিনব্যাপী রিহ্যাব মেলা ২০২৫-এ দর্শকদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান উইকন প্রপার্টিজ লিমিটেড। গুণগত মানসম্পন্ন নির্মাণ, আধুনিক নকশা ও সময়োপযোগী পরিকল্পনার কারণে মেলায় আগত ক্রেতা ও দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার মেলা প্রাঙ্গণে এক সাক্ষাৎকারে উইকন প্রপার্টিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।নির্মাণে সর্বোচ্চ নিরাপত্তা ও সচেতনতা সাম্প্রতিক সময়ে ঘনঘন ভূমিকম্পের প্রেক্ষাপটে গ্রাহকদের মধ্যে ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
এ প্রসঙ্গে রেজাউল হক বলেন, “ক্রেতারা এখন অনেক সচেতন। তারা আমাদের কাছে ভবনের স্ট্রাকচারাল ডিজাইন এবং নিরাপত্তা নিয়ে জানতে চাচ্ছেন। আমরা তাদের আশ্বস্ত করছি যে, উইকন-এর প্রতিটি প্রকল্প বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) কঠোরভাবে অনুসরণ করে এবং অভিজ্ঞ পেশাদারদের মাধ্যমে ডিজাইন ও নির্মাণ করা হয়।”
চট্টগ্রাম থেকে ঢাকা চট্টগ্রাম থেকে সফল যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বড় বড় প্রকল্প পরিচালনা করছে।
বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ২২টি প্রকল্প চলমান রয়েছে।
কুমিল্লা শহরে একটি বিশাল শপিং মল এবং কমার্শিয়াল কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে।
ঢাকার জলসিঁড়ি আবাসন এলাকায় ৫টি এবং বসুন্ধরা আবাসিক এলাকায় ১টি নতুন প্রকল্পের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।
আবাসন খাতের ভবিষ্যৎ সম্ভাবনা মেলার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে উইকন প্রপার্টিজের এই শীর্ষ কর্মকর্তা বলেন, “এবার মেলায় যে পরিমাণ দর্শক সমাগম হয়েছে, তা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমাদের স্টলের সজ্জা এবং প্রজেক্টের মান দেখে অনেকেই বুকিংয়ের আগ্রহ প্রকাশ করছেন। আমাদের বিশ্বাস, ২০২৫ সালের এই সাড়া আবাসন খাতে নতুন গতি আনবে এবং ২০২৬ সাল হবে এই খাতের জন্য একটি মাইলফলক।”
উইকন প্রপার্টিজ তাদের গুণগত মান এবং সঠিক সময়ে প্রকল্প হস্তান্তরের মাধ্যমে গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে উঠতে চায় বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ প্রকাশঃ ২৮-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন