সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।।===============
কুমিল্লার ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব ও ওশান হাইস্কুলের শিক্ষকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণপাড়ার টাটেরা সূর্যদয় টার্ফ গ্রাউন্ডে এ খেলার আয়োজন করা হয়।
ম্যাচে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এবং মিসেস সৈয়দ আহাম্মদ লাভলু।
প্রেসক্লাব দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু। অপরদিকে ওশান হাইস্কুল দলের অধিনায়ক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির। খেলাটি উপভোগ করতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ফুটবলপ্রেমীরা মাঠে উপস্থিত ছিলেন।
দুই ঘণ্টাব্যাপী এ প্রীতি ম্যাচে চরম উত্তেজনার মধ্য দিয়ে ওশান হাইস্কুল দল ৪–১ গোলের ব্যবধানে প্রেসক্লাব দলকে পরাজিত করে জয় লাভ করে।
খেলা শেষে ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, খেলাধুলা সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক।
পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ওসি সাব্বির মোহাম্মদ সেলিমসহ অন্যান্য অতিথিরা। সংবাদ প্রকাশঃ ২৮-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com