ভোটার তালিকায় রাশেদ খান, ঝিনাইদহ-৪ এ নির্বাচনী লড়াইয়ে আনুষ্ঠানিক প্রবেশ
বিএনপির ছেড়ে দেওয়া আসনে রাজনীতির নতুন হিসাব
সিটিভি নিউজ।। মানিক ঘোষ প্রতিনিধি =================
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক) আসনের ভোটার হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হলেন বিএনপির মনোনীত প্রার্থী মো. রাশেদ খান। এর মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্ব›িদ্বতা করার সব ধরনের আইনগত বাধা কাটলো।
শনিবার বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর করা আবেদনের পর নির্বাচন কমিশন রাশেদ খানের ভোটার স্থানান্তর অনুমোদন করে। শনিবার (২৭ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রাশেদ খান নিজেই।
এর আগে তিনি ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন। সদর উপজেলার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা রাশেদ খান ভোটার হস্তান্তরের মাধ্যমে এখন ঝিনাইদহ-৪ আসনের স্থায়ী ভোটার হিসেবে তালিকাভুক্ত হলেন।
রাজনৈতিকভাবে বিষয়টি গুরুত্বপূর্ণ এই কারণে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশেদ খানের জন্য একটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির চ‚ড়ান্ত মনোনয়ন পান রাশেদ খান।
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে ঝিনাইদহ-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছেÑএই আসনে আগামী নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ও উত্তাপময়। সংবাদ প্রকাশঃ ২৮-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com