সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ===== দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি সাহিত্যিকদের মিলন মেলায় মুখোরিত হয়ে উঠেছিলো বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। কবি সাহিত্যিকদের পদচারোনায় দেশপ্রেম উদ্বুদ্ধ ছিলো প্রতিটি পংক্তি। কবিতার ঝংকারে মব সৃষ্টিকারী কল্কীখোর,ফিন্সিখোরেরা আতঙ্কে ছিলো। ওইসব অন্ধকার জগতের মব সৃষ্টিকারীরা পারেনি দমিয়ে রাখতে বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদ পরিবারকে।
শনিবার(২৭ডিসেম্বর) কেক কাটার মধ্য দিয়ে পালিত হল বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দিন ব্যাপী কবি লেখকদের মিলন মেলায় কবিতা,গল্প,গানে প্রাণবন্ত হয়ে ওঠেছিলো অনুষ্ঠানটি। বরেন্দ্র সাহিত্য- সংস্কৃতি পরিষদ,দৈনিক মহাদেবপুরের খবর, নজরুল তীর্থ সাহিত্য পরিষদ ও জাতীয় কবিতা পরিষদ এর আয়োজনে ওই সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মোহাম্মদ আককাস আলীর সভাপতিত্বে কবি ও সংগঠক আহম্ম হোসেন বাবু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, কবি ও সংগঠক ড. আবুল হায়াত ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীরমুক্তিযোদ্ধা সেরাতন নবী,কবি ও সংগঠক মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজ এর অধ্যাপক কবি মো.আব্দুর রাজ্জাক রঞ্জু, বাংলা প্রভাষক কবি তোফাজ্জল হোসেন, বগুড়া পুণ্ড্র সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি আরিফুল ইসলাম, কবি আয়েশা সিদ্দিকা জোসনা,কবি আব্দুল হান্নান, কবি রমজান আলী, ঢাকার কবি ফরাসি, কুমিল্লার কবি ছোলেমাম ভঁইয়া,সুরকার ও গীতিকার সুখরঞ্জন ভট্টাচার্য,নাট্যকার ও পরিচালক অরিন্দম মুখার্জী বিংকু,সাংবাদিক মিঠু(এনটিভি),মাহবুব আলম প্রমুখ। সভাপতির সমাপনী বক্তব্য এর আগে পীর-এ কামেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতী (রহ:)সাহিত্য পুরস্কার-২০২৫ এ উপস্থিত কবিদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক। কয়েক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বীরমুক্তযোদ্ধা,সাংবাদিক,কবি সাহিত্যিক, শিক্ষক, সুরকার গীতিকার এবং সমাজ সেবক। সংবাদ প্রকাশঃ ২৮-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com