দেবীদ্বারে সিপিবির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

‘দেশে কার্যকর সরকার আছে কি না- তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে’- কমরেড পরেশ কর সিপিবি কেন্দ্রীয় নেতা
সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==========
‘দেশের বিভিন্ন স্থানে মবসন্ত্রাস, হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশে কার্যকর সরকার আছে কি না- তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এই নৈরাজ্য থেকে উত্তরণের একমাত্র পথ একটি গ্রহণযোগ্য ও নির্বাচিত সরকার’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পরেশ কর।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে উপজেলা সিপিবির আয়োজনে ‘খুন, সন্ত্রাস, উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার-এর ওপর হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমরেড পরেশ কর বলেন, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা গণতন্ত্র ও সংস্কৃতির ওপর সরাসরি আঘাত। পাশাপাশি গার্মেন্টস শ্রমিক দিপুচন্দ্র দাস হত্যা, শিশু আয়শা আক্তারকে পুড়িয়ে হত্যা, জুলাই যোদ্ধা ওসমান হাদিকে গুলি এবং ফারুক হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান তিনি,- সরকারপ্রধানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিয়ে যথাসময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।
দেবীদ্বার উপজেলা সিপিবির উদ্যোগে দুপুরে উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কুমিল্লা–-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্বরে অবস্থিত ‘স্বাধীনতা স্তম্ভে’র পাদদেশে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
কমরেড আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিপিবির সদস্য ও সাবেক সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, কমরেড সাফিয়া বেগম, কমরেড মোখলেসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ প্রকাশঃ ২৮-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন