চৌদ্দগ্রামে মাদরাসা কর্তৃপক্ষের গাফলতিতে বৃত্তি পরীক্ষা দিতে পারলোনা ১১ শিক্ষার্থী

সিটিভি নিউজ।। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসা কর্তৃপক্ষের অবহেলা ও গাফলতিতে ২০২৫ সালের জুনিয়র (দাখিল অষ্টম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার কোমলমতি ১১ শিক্ষার্থী। এ ঘটনায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মাদরাসা অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকলের শাস্তির দাবি জানিয়েছে বিক্ষুব্ধ ও বঞ্ছিত শিক্ষার্থীরা সহ সচেতন অভিভাবকবৃন্দ।

জানা গেছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে রবিবার (২৮ ডিসেম্বর) সারাদেশে জুনিয়র (দাখিল অষ্টম শ্রেণির) বৃত্তি পরীক্ষা একযোগে শুরু হয়। এরই ধারাবাহিকতায় চৌদ্দগ্রাম উপজেলায় এবার প্রায় সকল মাদরাসার অষ্টম শ্রেণির শত শত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত এবারের বৃত্তি পরীক্ষায় আর সবার সাথে অংশগ্রহণ করার কথা ছিল পৌরসভাধিন ফয়েজুন্নেছা বালিকা মাদরাসার শিক্ষার্থীদেরও। কিন্তু পরীক্ষার দিন কেন্দ্রে গিয়ে ওই মাদরাসার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা ফেরৎ আসে নিজ বাসায়। বৃত্তির রেজিস্ট্রেশন ও ফরম পূরণ সংক্রান্ত অনলাইনে সাবমিট জনিত ভুলের কারণে এবং মাদরাসা কর্তৃপক্ষের চরম গাফলতির ফলে আগ্রহীরা পরীক্ষা দিতে পারছেনা। এমন অভিযোগ ভুক্তভোগি শিক্ষার্থী সহ তাদের অভিভাবকদের। সকলের মত তাদের ও ইচ্ছে ছিল বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল এর পাশাপাশি মাদরাসা ও পরিবারের মুখ উজ্জ্বল করবে। বিধিবাম তা আর হলো না। মাদরাসা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলায় তাদের আশায় গুড়েবালি। ১১ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দেওয়া থেকে বঞ্ছিত হলো। এ ব্যাপারে বিহীত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগিরা সহ স্থানীয় সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগি শিক্ষার্থী জানান, মাদরাসা কর্তৃপক্ষের অবহেলা ও গাফলতিতে ১১জন শিক্ষার্থী এবারের বৃত্তি পরীক্ষা দিতে পারছি না। বিষয়নি নিয়ে অনেক ঝামেলা হয়েছে। পরে কর্তৃপক্ষ বারবার চেষ্টা করেও আমাদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি।

এ বিষয়ে দায় স্বীকার করে চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আহসান উল্লাহ বলেন, ওয়েবসাইটে শিক্ষার্থীদের অফিসিয়াল তথ্য সাবমিট জনিত ভুলের কারণে তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। গত ২১ এবং ২২ ডিসেম্বর আমরা বিষয়টি নিয়ে বোর্ডে পর্যন্ত গিয়েছি। কিন্তু অফিসিয়াল নিয়মের কারণে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারিনি। বিষয়টি নিয়ে ভুক্তভোগি শিক্ষার্থী ও অভিভাবকরা কিছুটা অসন্তুষ্ট হলেও আমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন বলেন, এ বিষয়ে আমি অবহিত নই। চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসা অধ্যক্ষ বা মাদরাসা কর্তৃপক্ষও আমাকে বিষয়টি জানায়নি। শিক্ষার্থী বা অভিভাবকদের পক্ষ থেকেও কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ২৮-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন