কুমিল্লার- ৪ দেবীদ্বার নির্বাচনী আসন; ‘আমার সাথে ওই ছেলের (হাসনাত আব্দুল্লাহ) পরিচয় নাই’-ইঞ্জি: মঞ্জুরুল আহসান মূন্সী

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=================
কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার বিএনপি জাতীয় কমিটির সদস্য, দলীয় মনোনীত প্রার্থী ও টানা চার বারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমার সাথে ওই ছেলের (হাসনাত আব্দুল্লাহ) পরিচয় নাই, কিছুই নাই, আগেও তাই ছিলনা, কোন সময়ই ছিলনা। এ ব্যাপারে কোন ইন্টরেস্ট নেই। আমি তো বললাম ওই ছেলেকে আমি এখনো চিনিনা, দেখাও হয়নাই এখনো।
রোবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে গাড়িতে উঠে বসার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হলে সর্বত্র আলোচনার ঝর উঠে।
আপনি দেবীদ্বার থেকে নির্বাচন করছেন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে। সেখানে নতুন চ্যালেঞ্জ হচ্ছে, নতুন রাজনৈতিক দল এনসিপির যে হাসনাত আব্দুল্লাহ, ‘ত’- আপনার দির্ঘ অভিজ্ঞতার কাছে এই নতুন যে প্রার্থী আসলেন সে ক্ষেত্রে আপনার লড়াইটাকে কি ভাবে দেখছেন বা কেমন হবে বলে মনে করছেন ?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী বলেন,- দেখেন আমি চারবার এমপি হয়েছি, প্রত্যেকবারই কিন্তু চ্যালেঞ্জ ছিল, প্রথমবার আমি প্রফেসর মোজাফ্ফরের সাথে ইলেকশান করেছি, তার পর গোলাম মোস্তফার সাথে ফখরুল ইসলামের সাথে, আমি সবগুলোকেই চ্যালেঞ্জ হিসেবে দেখি। এখন নতুন হিসেবে (হাসনাত আব্দুল্লাহ) আসছেন, মাঠে ময়দানে দেখা হবে, কথা হবে, বাদবাকীটা তো ভোটাররাই জানেন, আমি আর বেশী কিছু বলতে চাইনা।
এ কথপো-কথনের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, নানা আলোচনা সমালোচনার ঝর উঠে।
উল্লেখ্য জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ দেবীদ্বার আসন থেকে এনসিপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দি¦তা করবেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর ছেলে ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী তার ভেরিফাইড ফেইজবুক আইডিতে লিখেন,- ইদানিং লখ্য করা যাচ্ছে ভাইরাল হওয়ার লোভে কিংবা উদ্দেশ্য প্রনোদীতভাবে প্রবাকান্ডা ছড়ানোর জন্য কিছু মিডিয়া কর্মী তথ্যকে ভিন্নভাবে উপস্থাপন করে গুজব ছড়ানোর চেষ্টা করছে। একজন সংবাদ কর্মীর দায়িত্ব হলো যে কোন বিষয় যাচাই বাছাই ও বিশ্লেষণ করে সত্যটা মানুষের সামনে তুলে ধরা। আংশিক বা কাটছাট করা বক্তব্য নয়। আমার বাবা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর একটি প্রশ্নের উত্তরে বলেছেন,-‘ আমি তো ওনারে দেখি নাই, পরিচয়ও নাই’ এ বক্তব্যকে যে ভাবে বিক্রিত ভাবে উপস্থাপন করা হচ্ছে তা অত্যন্ত বিভ্রান্তিকর ও ভয়ঙ্কর।
ছবির ক্যাপশনঃ কুমিল্লা-৪ দেবীদ্বার আসন থেকে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী ও জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনীত মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ২৮-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=