মুরাদনগরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মাতালেন শিল্পীরা

কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে শীতকালীন ঐতিহ্য ও সামাজিক সৌহার্দ্যকে আরো সুদৃঢ় করার লক্ষে পিঠা উৎসবের একাংশ।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা জানান ==== ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ভবানীপুর গ্রামে ‘শিক্ষা, সততা, একতা ও উন্নয়ন’ এই শ্লোগানকে বুকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকেলে যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে শীতকালীন ঐতিহ্য ও সামাজিক সৌহার্দ্যকে আরো সুদৃঢ় করার লক্ষে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।
সদস্যদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ও ব্যাংকার ইকবাল হোসাইন। উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।
ভবানীপুর মাদরাসার শিক্ষক সফিকুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম আহম্মেদ, সাবেক ইউপি সদস্য তৈয়ব হোসেন, সমাজসেবক মজিবুর রহমান, সাইদুর রহমান কানু ও মজিবুর রহমান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা পদের পিঠার স্টল সাজানো হয়। শামুক, সাবু, সাজ, বিরিয়ানী, ভাপা, চিতই, পুলি, পাটিসাপটাসহ বিলুপ্তপ্রায় অনেক পদের পিঠার সাথে পরিচিত হওয়ার সুযোগ পান আগত দর্শনার্থীরা। সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিক ভুইয়া জানান, আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া বাঙালির চিরচেনা ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস।
মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, “যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলা ও এ ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। ভবানীপুর যুব কল্যাণ পরিষদ আজ যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা সত্যিই প্রশংসনীয়।”
পিঠা উৎসব পরবর্তী দ্বিতীয় পর্বে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে দেশবরেণ্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পিবৃন্দ অংশগ্রহণ করেন। শিল্পীদের জাদুকরী কণ্ঠ আর অনবদ্য পারফরম্যান্সে অনুষ্ঠানস্থল দর্শকদের আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে। গভীর রাত পর্যন্ত দর্শকরা পিনপতন নীরবতায় এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সব মিলিয়ে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি অত্র এলাকায় এক মিলন মেলায় পরিণত হয়। সংবাদ প্রকাশঃ ২৭-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=