কুমিল্লায় আইসিএল এমডি শফিককে গ্রেপ্তার ও গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি =================
আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আইসিএল)-এর লাখ লাখ গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎকারী পলাতক এমডি শফিকুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার, বিচার নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বিকালে চৌদ্দগ্রাম উপজেলার ধনিজকরা বাজার এলাকায় আইসিএলের ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, প্রবাসী ও শিক্ষকসহ শতাধিক ভুক্তভোগী অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রতারণামূলক কৌশলে সারা দেশের মতো নিজ এলাকা ধনিজকরাসহ আশপাশের অঞ্চল থেকে আমানতের নামে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিয়েছেন আইসিএল এমডি শফিক। দীর্ঘদিন পার হলেও গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে উল্টো মামলা, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে হয়রানি করা হচ্ছে। মানববন্ধনে বক্তব্য দেন ধনিজকরা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হালিম, গোলাপ মিয়া, মো. ইয়াছিন মিয়া, মো. বাচ্চু মিয়া, শিক্ষক মাওলানা জয়নাল অবেদীন, প্রবাসী জয়নাল আবেদীন মজুমদার, কৃষক খলিলুর রহমান, চালক মো. শাহাদাত হোসেনসহ আরও অনেকে।ভুক্তভোগী গ্রাহক ও ধনিজকরা বাজারের ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, “আমাদের এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম নানা প্রলোভন দেখিয়ে আমানতের কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন। এখন সেই টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছেন। আমরা আমাদের ন্যায্য পাওনা ফেরত চাই বলেই আজ রাস্তায় নেমেছি।ধনিজকরা গ্রামের আরেক ক্ষুদ্র ব্যবসায়ী গোলাপ মিয়া বলেন, “আইসিএল শফিক এ এলাকার কৃষক, শ্রমিক, প্রবাসী, শিক্ষক ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৯ কোটি ৬৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আমাদের জমি দেওয়ার কথা বলে দিনের পর দিন ঘুরিয়েছেন। এখন টাকা তো দূরের কথা, কোনো সম্পদও দিচ্ছেন না। আমরা নিঃস্ব হয়ে পথে বসেছি।শিক্ষক মাওলানা জয়নাল অবেদীন বলেন, “আইসিএলের এমডি শফিক শুধু বাইরের মানুষ নয়, নিজ এলাকার অসহায় মানুষদেরও কষ্টার্জিত টাকা আত্মসাৎ করেছে। অনেক পরিবার সর্বস্বান্ত। আমরা তার দৃষ্টান্তমূলক বিচার ও দ্রুত টাকা ফেরত চাই।”
কৃষক খলিলুর রহমান বলেন, আইসিএলে গচ্ছিত রাখা টাকার শোকে অনেকেই মারা গেছেন। অনেকে গুরুতর অসুস্থ। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে ধুঁকে ধুঁকে দিন কাটাচ্ছেন বহু পরিবার।ভুক্তভোগী মো. শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, “শফিকের কাছে টাকা চাইতে গেলে আমাদের মিথ্যা মামলা, খুন-গুমের হুমকি দেওয়া হয়। আমাদের পক্ষে কোনো সম্মানিত ব্যক্তি কথা বললে তার বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হয়। ফলে ভয়ে কেউ মুখ খুলতে চায় না। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, আইসিএল শফিক সারা দেশে আইসিএল এর শাখা খুলে লাখ লাখ গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে গ্রাহকদের পথে বসিয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর আইসিএল গ্রাহকদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল যে পলাতক শফিকুল রহমান গ্রেপ্তার হবেন এবং শত শত পথে বসা পরিবার তাদের টাকা ফিরে পাবে। কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো। টাকা ফেরতের দাবিতে মামলা করলে তা তুলে নিতে গ্রাহকদের ভয়ভীতি, মিথ্যা মামলা ও নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে।তাদের অভিযোগ, আদালতে ভুয়া কাগজপত্র দাখিল করে গ্রাহকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এমনকি বৈষম্যবিরোধী আন্দোলনের আহত ও নিহতের মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। কিছু অসাধু রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতায় অর্থের বিনিময়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন শফিক।ভুক্তভোগীরা আরও জানান, বিভিন্ন থানায় দায়ের করা বহু মামলায় আদালত শফিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। শত শত মামলার আসামি ও সাজাপ্রাপ্ত হয়েও তিনি এখনও গ্রেপ্তার না হওয়ায় চরম হতাশ গ্রাহকরা।মানববন্ধনে অভিযোগ করা হয়, কিছু অসাধু কর্মকর্তা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শফিককে গ্রেপ্তার এড়াতে সহায়তা করছেন। ফলে সর্বস্ব হারানো গ্রাহকরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।মানববন্ধন শেষে ভুক্তভোগীরা অবিলম্বে পলাতক আইসিএল এমডি শফিককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সংবাদ প্রকাশঃ ২৭-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন