ব্রাহ্মণপাড়া চান্দলায় শুরু হয়েছে ঐতিহাসিক তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল

সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। ===========
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে শনিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত চান্দলা সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে প্রথম দিনে (বৃহস্পতিবার) তাফসীর পেশ করেন আল্লামা মুফতি হাফেজ কাজী ইব্রাহিম (ঢাকা), আল্লামা অধ্যক্ষ ড. হেফজুর রহমান, আল্লামা শায়েখ জামাল উদ্দীন ও আল্লামা সাদিকুর রহমান আজহারী। দ্বিতীয় দিনে (শুক্রবার) তাফসীর পেশ করবেন আল্লামা তারেক মনোয়ার, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী, অধ্যক্ষ মাওলানা মোস্তাক ফয়েজী, আল্লামা সাঈদুর রহমান। সমাপনী দিনে (শনিবার) তাফসীর পেশ করবেন প্রফেসর ড.আ.ন.ম. রাফিকুর রহমান আল মাদানী, মুহাদ্দিস আবু নছর আশরাফী, মাওলানা গোলাম খাবির সাঈদী, আল্লামা মুফতি আমির হামজা, মাওলানা এম. হাসিবুর রহমান।
এতে সভাপতিত্ব করেন চান্দলা সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের সভাপতি সুলতানপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ কবির আহমদ ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম।
এছাড়া এই মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন ইসলামিক শিল্পী মশিউর রহমান ও ওবায়দুল্লাহ তারেক। মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসল্লীদেরকে দাওয়াত দিয়েছে কমিটিবৃন্দরা। সংবাদ প্রকাশঃ ২৬-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=