চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান === ‘মেধা বিকাশই আমাদের লক্ষ্য’ এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম পৌরসভাধিন চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এবারের বৃত্তি পরীক্ষায় পৌরসভা ও আশেপাশের এলাকার প্রায় একুশটি সরকারি-বেসরকারি বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাছাইকৃত সাড়ে তিনশত কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কাজী এনাম ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বিভিন্ন হল পরিদর্শন করেন, চৌদ্দগ্রাম মডেল কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতান, চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ বিএসসি, কাজী এনাম ফাউন্ডেশন এর একটি প্রতিনিধি দল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃত্তি পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. আব্দুল্লাহ আল মামুন মিশু, চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশন এর সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, সাংবাদিক আবু বকর সুজন, আনিসুর রহমান, সানোয়ার হোসেন, মো. ইমাম হোসেন ভ‚ঁইয়া শরীফ, এনামুল হক নোমান, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মো. জহিরুল ইসলাম, শিক্ষক নেতা মো. মিজানুর রহমান, মো. মাছুম বিল্লাহ, মো. আমির হোসাইন, চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর মো. রেজাউল করিম লিংকন প্রমুখ।

অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে সুশৃঙ্খল-শান্তিপূর্ণ বৃত্তি পরীক্ষা গ্রহণের জন্য কাজী এনাম ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ সহ সচেতন অভিভাবকবৃন্দ। ভবিষ্যতেও একই ফাউন্ডেশনের উদ্যোগে এমন বৃত্তি পরীক্ষার আয়োজন অব্যাহত থাকবে বলে সকলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। সংবাদ প্রকাশঃ ২৬-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন