সিটিভি নিউজ।। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াসিন । সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর, জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, "জননেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য এক নতুন আশার আলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর যে জুলুম করা হয়েছে, তার অবসান হবে ইনশাআল্লাহ।" তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বক্তব্য রাখেন। মহানগর বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, শহীদুল্লাহ রতন, মাহবুবুর রহমান দুলাল এবং সদস্য মজিবুর রহমান কামাল ও রিয়াজ খান রাজু।
অঙ্গ-সংগঠনের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হাজী আনোয়ারুল হক, মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান এবং জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মেরাজ, মহানগর আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
ছাত্রদলের মহানগর সভাপতি নাহিদ রানা, জেলা সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান।
এছাড়াও কৃষকদল, জাসাস, তাঁতী দল ও শ্রমিক দলের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
সভার শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলীয় আন্দোলন-সংগ্রাম জোরদার করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৬-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com