ঝিনাইদহ-৪ আসনে রাশেদকে অবাঞ্ছিত ঘোষণা কাফনের কাপড় পরে বিএনপির হাজারো নেতাকর্মীর বিক্ষোভ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি=============
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) আসনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। শুক্রবার বিকেলে কালীগঞ্জে অনুষ্ঠিত এই বিক্ষোভে হাজার হাজার নেতাকর্মী কাফনের কাপড় পরে অংশ নেন, যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা “বহিরাগত মানি না”, “ঝিনাইদহে বহিরাগতদের ঠাঁই হবে না”, “রাশেদ খান ফিরে যাও”—এমন নানা স্লোগান দেন। মিছিলটি কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মুর্শিদা জামান বেল্টু। তারা দু’জনই এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
উল্লেখ্য, বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহ-৪ আসনে শরিক দল গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানকে বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এই ঘোষণার পরপরই স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ নেতাকর্মীদের দাবি, এই আসনে রাশেদ খানের মনোনয়ন অবিলম্বে প্রত্যাহার করে সাইফুল ইসলাম ফিরোজ অথবা মুর্শিদা জামান বেল্টুর মধ্যে একজনকে দলীয় মনোনয়ন দিতে হবে। তারা বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দমন-পীড়ন উপেক্ষা করে যারা মাঠে থেকে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তাদেরই মূল্যায়ন করা উচিত।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুর্শিদা জামান বেল্টু বলেন,
“আমরা কোনো বহিরাগতকে এই আসনে চাই না। দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম করে দলকে ধরে রেখেছি। এখন অন্য দল বা বহিরাগত কাউকে মনোনয়ন দিলে তা মেনে নেওয়া সম্ভব নয়।”
অপরদিকে সাইফুল ইসলাম ফিরোজ বলেন,
“গণঅধিকার পরিষদের রাশেদ খানকে ঝিনাইদহ-২ আসনে নির্বাচন করার নির্দেশনা ছিল। আমরা আশা করেছিলাম দেশনায়ক তারেক রহমান দেশে এসে ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী ঘোষণা করবেন। কিন্তু একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে অর্থের বিনিময়ে একজন বহিরাগতকে এখানে মনোনয়ন দিয়েছে।”
তিনি আরও বলেন, “কালীগঞ্জবাসী যদি চান, আমি রাজনীতি ছাড়বো; আর যদি চান, আমি নির্বাচনে অংশ নেব।” এ সময় উপস্থিত জনতা তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
এদিকে রাশেদ খানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ফরহাদ হোসেন ও শাকিল আহম্মেদ নামে দুই যুবক প্রকাশ্যে কানে ধরে বিএনপির রাজনীতি করবেন না বলে ঘোষণা দেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, তারা দু’জনই উপজেলা যুবদলের কর্মী।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঝিনাইদহ-৪ আসনে এই মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরের বিরোধ প্রকাশ্যে চলে এসেছে, যা আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। সংবাদ প্রকাশঃ ২৬-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=