পার্বতীপুরে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ প্রস্তুতি সম্পন্ন

সিটিভি নিউজ।। রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: ====
নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে পার্বতীপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যবই বিতরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসে এক আনন্দমুখর অনুষ্ঠানে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক সরকার, সহকারী শিক্ষা অফিসার মোঃ মতিয়ার রহমান সিদ্দিকি সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
পার্বতীপুর উপজেলার পৌরসভা সহ ১০টি ইউনয়নে ২০৭টি প্রাথমিক বিদ্যালয় ও ৭৪টি কিন্ডারগার্টেন স্কুলে এবছর ৩১ হাজার শিক্ষার্থীদের মধ্যে ৫৭ হাজার ৬শত ১৪টি বই বিনামূল্যে বিতরণ করা হবে বই কয়েকদিন আগে উপজেলায় পৌঁছিলে বুধবার (২৪ ডিসেম্বর) স্কুল পর্যায়ে বিতরণ শেষ, কিন্ডারগার্টেন স্কুলেরবই গুলো ২৮/২৯ ডিসেম্বরের মধ্যে সব স্কুলে পৌঁছে যাবে। ১ জানুয়ারি২০২৬ বই উৎসব পালন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ভিত্তিক বই গ্রহণ, সংরক্ষণ ও তালিকাভুক্তির কাজ শেষ পর্যায়ে। নির্ধারিত তারিখে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৫-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=