চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী; স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে মিলনমেলা

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক: সংবাদদাতা জানান -===
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ‘স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে’ শিরোনামে ১৯৭৫-২০২৫ সালের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ সামছুল ইসলাম।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাম্মদ ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, জাতীয় বিশ্ববিদ্যালয়েল পরিচালক সাহাব উদ্দিন আহমেদ, এ প্লাস গ্রুপের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ নাছির উদ্দিন মজুমদার, চান্দিনা দোল্লাই নবাবপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ কামাল হোসেন, রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান শাহনেওয়াজ কাজল, সাবেক চেয়ারম্যান বদিউল আলম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ মোঃ কাওসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাইয়েদ আ.ন.ম কামরুল আনাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মৌলভী আবুল বাশার মজুমদার, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমদ ভুঁইয়া প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভুঁইয়া, ইসমাইল হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াছিন মজুমদার, যুগ্ম সদস্য সচিব নুরুল করিম মামুন, আমজাদ হোসেন রুমন, কোষাধ্যক্ষ আবুল হাশেম মজুমদার সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম মানিক, সহ সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল হোসাইন কাউসার, সদস্য কাজী এবি সিদ্দিক হান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দাতা সদস্য, প্রধান শিক্ষক, কৃতি শিক্ষার্থী, সুবর্ণজয়ন্তীর জন্য রেজিষ্ট্রেশনে বিজয়ী ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও রেজিষ্ট্রেশনকৃত প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীসহ অতিথিবৃন্দের মাঝে গিফট বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ২৫-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=