উখিয়া–টেকনাফ সড়কে বিজিবির জালে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ============ কক্সবাজারের টেকনাফে মাদক পাচারের একটি বড় অপচেষ্টা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া–টেকনাফ সড়কের মোচনী এলাকায় বিজিবির বিশেষ অভিযানে একটি সিএনজি অটোরিকশাসহ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রথম প্রহরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের পরিকল্পনা নেওয়া হয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র পরিকল্পনা ও নেতৃত্বে উখিয়া–টেকনাফ সড়কের দায়িত্বপূর্ণ অংশে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে সেটি নির্দেশ অমান্য করে দ্রুত টেকনাফের দিকে পালানোর চেষ্টা করে।
বিজিবির টহল দল প্রায় তিন কিলোমিটার ধাওয়া শেষে মোচনী এলাকায় সিএনজি’টি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ সময় চালক ও এক যাত্রী জনবসতিপূর্ণ এলাকায় পালিয়ে যায়। পরে সিএনজি তল্লাশি করে পিছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে সংশ্লিষ্ট এলাকায় অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজি আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে। সংবাদ প্রকাশঃ ২৫-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=