সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা ঃ=============
কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়েছে। এই অমানবিক ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পরমতলা গ্রামের খোরশেদ আলমের বাড়ির পুকুরে একটি বস্তু ভাসতে দেখে একই বাড়ির মরিয়ম বেগমের নাতনি। শিশুটি সেটিকে পুতুল ভেবে তার দাদির কাছে তুলে দেওয়ার জন্য বায়না ধরে। নাতনির আবদার মেটাতে মরিয়ম বেগমের মেয়ে পুকুরে নামেন। কিন্তু কাছে গিয়ে পুতুল ভেবে তুলতে গিয়ে তিনি আঁতকে ওঠেন। তিনি দেখতে পান, এটি কোনো পুতুল নয় বরং একটি নবজাতকের নিথর দেহ।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা পুকুরপাড়ে ভিড় জমায়। পরে খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছায় এবং শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান বলেন, "খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করি। শিশুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, নবজাতকটি কীভাবে পুকুরে এলো এবং এর নেপথ্যে কী কারণ রয়েছে, তা উদঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পরিচয় শনাক্তের জন্য আশপাশের এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে। সংবাদ প্রকাশঃ ২৫-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com