সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ====== কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী ৩ নং ওয়ার্ডে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ২৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১টার দিকে স্থানীয় বাসিন্দা আনিসুল ইসলামের বাড়িতে তাকে না পেয়ে দ্বিতীয়বারের মতো তার পরিবারের বাগানে হামলা চালায় সন্ত্রাসী আবুল বশর আবুইল্লা ও আব্দুল আউয়ালসহ একটি সংঘবদ্ধ বাহিনী।
জানা যায়, উত্তর শীলখালী ৩ নং ওয়ার্ডের ছৈয়ুদল ইসলাম বাড়ির নিজস্ব বাগানে এ হামলা চালানো হয়। বর্তমানে পরিবারের প্রধান ছৈয়ুদল ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে সন্ত্রাসীরা বাগান কেটে তছনছ করে এবং মটর, টিউবওয়েলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী আনিসুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী আবুল বশর বাহিনী ও আব্দুল আউয়ালসহ তাদের সহযোগীরা তাকে ও তার পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। কিছুদিন আগে আবুল বশরের ছেলে সোহেল প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, বাগান তছনছ করে ছিন্নভিন্ন করা হবে। এসব হুমকির যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও তিনি দাবি করেন।
খবর পেয়ে দুপুর আনুমানিক ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন হোয়াইকং পুলিশ ফাঁড়ির একটি টিম, যার নেতৃত্বে ছিলেন এএসআই এম এ জামির। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, হোয়াইকং পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে সরেজমিন তদন্ত করেছে। ঘটনায় যারা জড়িত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সংবাদ প্রকাশঃ ২৫-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com