সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : নওগা জেলা সংবাদদাতা জানান ====নওগাঁর বদলগাছী ও ক্ষেতলালে পৃথক অভিযান চালিয়ে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেচ জব্দ করেছে র্যাব-৫। এসময় চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বদলগাছীর চাপানগর এলাকা থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়াও ক্ষেতলালের উত্তর ছোটবস্তা এলাকা থেকেও ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বদলগাছীতে গ্রেফতার দুই মাদক কারবারি হলেন, বদলগাছীর থুবশহর গ্রামের রাজু (৩৪) ও শাওন (২২)। ক্ষেতলালের গ্রেফতার দুই মাদক কারবারি হলেন, জয়পুরহাট সদরের জগদীশপুরের রিপন হোসেন (২০) ও তহমিনা খাতুন ডলি (৩০)।
গ্রেফতারকৃত আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে থানায় হস্তান্তর করা হয়েছে।# সংবাদ প্রকাশঃ ২৫-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com