চৌদ্দগ্রামে পুলিশের পোশাকে প্রতারণার মাধ্যমে বিকাশ দোকানদারের ৬০ হাজার টাকা ছিনতাই

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম উপজেলা == কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের পোশাকে বিকাশ দোকানে এসে প্রতারণার মাধ্যমে ফারুক আহাম্মদ খোকন (৫৪) নামে এক ব্যবসায়ীর ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজারে। এ ঘটনায় সন্ধ্যায় ভুক্তভোগি ব্যবসায়ী ফারুক আহাম্মদ খোকন অজ্ঞাতনামা পুলিশের পোশাকধারী দুই ব্যক্তির নামে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার বাজার এলাকায় মিজান টেলিকম নামীয় একটি বিকাশ দোকানের সামনে বুধবার দুপুরে পুলিশের পোশাকধারী দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে দাঁড়ান। এ সময় মোটরসাইকেলের পেছনের আরোহী ব্যক্তিটি ওই বিকাশ দোকানে এসে একটি বিকাশ পার্সোনাল নম্বরে (০১৮৮২-৫৯৬৬৫৩) ১০ হাজার এবং অপর একটি বিকাশ এজেন্ট নম্বরে (০১৬২৬-০৫১০৮২) ৫০ হাজার টাকা পাঠাতে বলে। দোকানদার ওই ব্যক্তিটির কথামতো উপরোক্ত নম্বরগুলো সর্বমোট ৬০ হাজার টাকা প্রেরণ করেন। এ সময় টাকা পাঠাতে বলা ব্যক্তিটি নিজ মুঠোফোনে কথা বলার ভান করে আকষ্মি দৌঁড়ে তাদের মোটরসাইকেলে উঠে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভুক্তভোগি দোকানদার দোকান থেকে বের হয়ে তাদেরকে তাড়া করেও ধরতে পারেননি। পরে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হয়ে বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দিতে বলায় ভুক্তভোগি ব্যবসায়ী ফারুক আহাম্মদ খোকন প্রতিকার চেয়ে সন্ধ্যায় থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, এ বিষয়ে ভুক্তভোগি ব্যবসায়ী কর্তৃক একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে পুলিশের একটি টিম কাজ করছে। এ ব্যাপারে ভুক্তভোগি ব্যবসায়ীকে আইনগত সার্বিক সহযোগিতা করা হবে। সংবাদ প্রকাশঃ ২৫-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=