চৌদ্দগ্রামে নির্বাচনে জোটপ্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ জামায়াত-ইসলামী আন্দোলন

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী সমমনা ৮ দলীয় জোটের প্রার্থী ও গণ-অভ্যূত্থানের স্পিরিট বাস্তবায়নে গণভোটে “হ্যাঁ” কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার বিকেলে স্থানীয় একটি অডিটরিয়ামে উভয় দলের নেতৃত্ব পর্যায়ে নির্বাচনী মতবিনিময় সভায় এমন আশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মু. সাহাব উদ্দিন, ইসলামী আন্দোলন চৌদ্দগ্রাম দক্ষিণের সভাপতি মাওলানা ক্বারী আবদুল ওহাব, উত্তর শাখা সভাপতি মাওলানা ডা. আবুল কালাম, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, ইসলামী আন্দোলন পৌরসভা সভাপতি মাওলানা মো. এয়াকুব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা জামায়াত নেতা মাওলানা সেলিম, আবদুর রহিম, কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, মাওলানা সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, মোশাররফ হোসেন ওপেল, ইসলামী আন্দোলন চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-সভাপতি আবদুল কাদের খোকন, উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতী নোমান, দক্ষিণের সহ সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ আল কবির, উপজেলা সদস্য আবদুল হাই সুমন, পৌরসভার আইন-বিষয়ক সম্পাদক আবদুল কুদ্দুস, অর্থ-সম্পাদক অহিদুর রহমান, দক্ষিণের প্রচার ও যোগাযোগ সম্পাদক আব্দুল আখের, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী মীর হোসেন, বাতিসা ইউনিয়ন সভাপতি মাওলানা ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাঈন উদ্দিন, ইসলামী আন্দোলন নেতা আলী আকবরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ইসলামী সমমনা ৮ দলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা ঐক্যবদ্ধ আছি, তাই কোন ষড়যন্ত্র কাজে লাগবে না। মানুষ চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী মতের প্রার্থীকে ভোট দিতে চায়। এজন্য আমরা ঐক্যবদ্ধ থেকে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। তাহলে বিজয় আমাদেরই হবে, ইনশাআল্লাহ। সংবাদ প্রকাশঃ ২৪-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=