সিটিভি নিউজ।।মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট(কুমিল্লা)সংবাদদাতা=========
কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের পিপড্ডা গ্রামের হাজী ইব্রাহিমের বসতঘরে আগুন লেগে ঘরসহ নগদ টাকা,স্বর্ণালংকার,আসবাবপত্রসহ পুড়ে যায়। বুধবার ভোরে পিপড্ডা গ্রামের পশ্চিম পাড়া ইস্রাফিল মেম্বারের বাড়ীতে এ ঘটনা ঘটে। আগুনে সব পুড়ে নিঃস্ব হয়ে পড়েছে ইব্রাহীমের পরিবার।
জানা যায়, বুধবার ভোর রাতে হাজী ইব্রাহিমের ঘরটিতে পূত্রবধূ দুই নাতীন নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ওই বাড়ীর ইস্রাফিল মেম্বারের স্ত্রী ফজরের নামাজ পড়তে উঠে দেখে হাজী ইব্রাহিমের ঘর থেকে ধোয়া বের হচ্ছে, উকিঁ দিয়ে দেখে আগুন জ্বলছে। তার চিৎকারে মসজিদের মাইকে ঘোষণা দিলে বাড়ীর আশপাশের লোকজন ও গ্রামবাসী ছুটে আসে। এরই মধ্যে ঘর, নগদ দুই লাখ টাকা,৫ ভরি স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ইব্রাহিম বলেন,আমরা গভীর ঘুমে ছিলাম,চিৎকার শুনে ওঠে দেখি ধরে আগুন জ্বলছে। মুহুর্তের মধ্যে নগদ দুইলাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ সকল কাগজপত্র ছাই হয়ে গেছে। এতে আমার ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বলেন,ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে জেলা প্রশাসকের সহযোগীতায় ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তা করা হবে। সংবাদ প্রকাশঃ ২৪-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com