সেন্টমার্টিনে কোস্টাল রেডিও স্টেশন ও লাইট হাউজ উদ্বোধন

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ========দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নৌ-পরিবহন অধিদপ্তরের অধীন সাতটি কোস্টাল রেডিও স্টেশন ও একটি লাইট হাউজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব স্থাপনার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় দেশের সাতটি উপকূলীয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা একযোগে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
সেন্টমার্টিন প্রান্ত থেকে উদ্বোধনী কার্যক্রমে যুক্ত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমামুল হাফিজ নাদিম। এ সময় উপস্থিত ছিলেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিক চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কোস্টাল রেডিও স্টেশন ও লাইট হাউজ স্থাপনের ফলে উপকূলীয় এলাকায় নৌযান চলাচল আরও নিরাপদ হবে। বিশেষ করে বৈরী আবহাওয়া ও দুর্যোগকালীন সময়ে জেলে ও নৌযান চালকদের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন সহজ হবে। একই সঙ্গে সমুদ্রপথে চলাচলকারী পর্যটকবাহী নৌযানের নিরাপত্তা নিশ্চিত হবে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আধুনিক ও নিরাপদ সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের নৌ-পরিবহন খাতকে আরও শক্তিশালী করা হচ্ছে। উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও সম্পদ রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেন্টমার্টিনসহ উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে। সংবাদ প্রকাশঃ ২৩-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=