নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির কে হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। জমিয়তে উলামায়ে ইসলাম এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীকে এ আসনে প্রার্থী ঘোষনা করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী ঘোষনা করেন। জোটের ভাগে চলে যাওয়ায় এ আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র প্রাথী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে এ আসন থেকে মোহাম্মদ আলী কিংবা শাহ্ আলম স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। এছাড়াও নির্বাচনের প্রস্ততি নিচ্ছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আসনটির সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন।
নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচনের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন আসনটির সাবেক বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আলী এবং ২০০৮ সালের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহ আলম। দুজনেই বিএনপির মনোনয়ন চেয়েছেন। তবে দল যদি আসনটি জোট শরীককে ছেড়ে দেয়, সে ক্ষেত্রে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন তাদের সমর্থকেরা। ইতোমধ্যে দুজনেই নারায়ণগঞ্জ-৪ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন কিং মেকার খ্যাত সাবেক এমপি মোহাম্মদ আলী। তিনি ১৯৯৬ সালে বিএনপির মনোনয়নে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে বিএনপির ডোনার হিসেবে পরিচিত সাম্প্রতিক সময়ে প্রকাশ্যেই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে শাহ আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ২০০৮ সালে এই আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিজয়ী হলেও জেলা প্রশাসন গভীর রাতে ফলাফল পাল্টিয়ে চিত্র নায়িবা কবরীকে বিজয়ী ঘোষনা করেন। চলতি নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি আবারও আলোচনায় এসেছেন। নিয়মিতভাবে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন।
এছাড়াও ফতুল্লায় মাঠে সক্রিয় আছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন। নিয়মিত ফতুল্লার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন গিয়াসউদ্দিন। নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে গিয়াসউদ্দিনের ওপরেও নেতাকর্মীদের চাপ রয়েছে।
সাবেক এমপি মোহাম্মদ আলী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের প্রস্ততি নিচ্ছেন।
সংবাদ প্রকাশঃ ২৩-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন