সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক. নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩ হাজার ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১০ লাখ টাকা।
গ্রেপ্তাররা হলো, নারায়নগঞ্জ সদর মডেল থানার খানপুর সর্দারপাড়ার আফসার উদ্দিনের পুত্র আল আমিন (২৭), ফতুল্লা মডেল থানার পিলকুনী এলাকার সামছুল মিয়ার মেয়ে মীম (২৫) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মধ্যপাড়ার খায়রুল ইসলামের মেয়ে শারমিন আক্তার (২৪)। সোমবার (২২ ডিসেম্বর) রাত ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার পিলকুনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) হাসানুজ্জামানের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে রাত ১১ টার দিকে পিলকুনি এলাকায় অভিযান চালিয়ে আল আমিন, মীম ও শারমিন আক্তার কে ৩ হাজার ৪ শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে ফতুল্লা পুলিশ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, মাদক, ডেভিল হান্ট সহ নিয়মিত অভিযান চলাকালে পিলকুনী এলাকায় অভিযান চালিয়ে ওই ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে মাদক বিক্রি করে আসছে। তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৩-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com