সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি =================
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে র্যাব-১৫। টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়াস্থ এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, সন্ত্রাসবাদ দমন ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প), র্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কামাল হেসেন (পিতা—মৃত সিরাজ মিয়া) এর মালিকানাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আসাদ উল্লাহর ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের দেখানো মতে বাসার ড্রইংরুম থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের অভিযানে ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
আসাদ উল্লাহ (৪৬), পিতা—মকবুল আহমেদ, স্থায়ী ঠিকানা পদুয়া, রাঙ্গুনীয়া, চট্টগ্রাম এবং
জালাল আহমেদ (৬৫), পিতা—মৃত মো. বশরু, স্থায়ী ঠিকানা বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার।
উভয়ের বর্তমান ঠিকানা টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৩-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com