টেকনাফে ২ বিজিবির টানা অভিযানে ক্রিস্টাল মেথ আইস ও ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ========== সীমান্তে মাদক পাচার রোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) টানা অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।

২১ ডিসেম্বর রবিবার টেকনাফ উপজেলার নাফ নদী সংলগ্ন এসআর খাল, পার্শ্ববর্তী কেওড়া জঙ্গল এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে ২.০৬৯ কেজি ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইস এবং মোট ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে টেকনাফ ও আশপাশের এলাকায় ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস পাচার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক ২ বিজিবি’র নেতৃত্বে তিনটি বিশেষ টহল দল প্রায় ১২ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এসআর খাল সংলগ্ন হ্যাচারী নামক স্থান থেকে ভোর ৪টা ৪৫ মিনিটে ৩০ হাজার পিস ইয়াবা ও ২.০৬৯ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। পরে পাচারকারীরা পালানোর সময় নাফ নদীতে ফেলে দেওয়া আরও ৮০ হাজার পিস ইয়াবা স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। তবে অভিযানে কেউ আটক হয়নি।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,
“রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে মানব ও মাদক পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি তথ্য দিয়ে সহায়তার জন্য স্থানীয় এলাকাবাসী ও জেলেদের ধন্যবাদ জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে। সংবাদ প্রকাশঃ ২২-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন