কুমিল্লায় শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার আসামী গ্রেফতার

সিটিভি নিউজ।। প্রেস রিলিজ।। ‘কুমিল্লায় তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল আসামী র্যাব-১১ কর্তৃক গ্রেফতার। গত ১০ অক্টোবর ২০২৫ ইং তারিখ কুমিল্লা জেলার তিতাস থানাধীন মজিদপুর ইউনিয়নের শিবপুর সাকিনস্থ শিকদার বাড়িতে জামাতা কর্তৃক শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, আসামী জামাল উদ্দিন ভিকটিম সুফিয়া বেগম (৭০) এর মেয়ের জামাই। ঘটনার দিন আসামী তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন ধরাকে কেন্দ্র করে তাঁর স্ত্রী ও মেয়েকে গালমন্দ করে। একপর্যায়ে তার মেয়ে মারিয়া আক্তার (১৭)’কে মারধর ও লাথি মেরে গুরুতর আহত করে। এসময় মারিয়া আক্তার মাটিতে পরে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। তখন পরিবারের অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। উক্ত ঘটনাটি আসামীর শাশুড়ি জানতে পেরে আসামীর বাড়িতে আসে এবং আসামীকে তার মেয়েকে মারার কারন জিজ্ঞাসাবাদ করলে তাদের উভয়ের মধ্যে বাগ্বিতÐা হয়। বাগ্বিতÐার একপর্যায়ে আসামী জামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে তার শাশুড়ি সুফিয়া বেগমকে মারধর করে এবং তাকে কোলে তুলে নিয়ে গিয়ে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করেন। এ ঘটনাটি প্রতিবেশীরা দেখতে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আসামী জামাল উদ্দিন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের নাতি বাদি হয়ে কুমিল্লা জেলার তিতাস থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। উক্ত হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। আলোচিত এই খুনের ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতারের লক্ষে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী, তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা হতে উক্ত হত্যাকান্ডের ঘটনায় জড়িত এজাহারনামীয় ০১ নং আসামী ১। মোঃ জামাল সিকদার (৫০), পিতা-মোঃ দিলু মিয়া সিকদার, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-শিবপুর (সিকদার বাড়ি), থানা-তিতাস, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় আসামীর হেফাজত হতে ০১ টি মোবাইল ফোন এবং নগদ-১১,০০০/-টাকা উদ্ধার করা হয়। সংবাদ প্রকাশঃ ২২-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=