শ্রীকাইলে ৩৪০ চক্ষু রোগিকে চিকিৎসা সেবা ও ৩৫ জনের ছানি অপারেশন

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘মুরাদনগর সমিতি-ঢাকা’-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ সংবাদদাতা জানান ===
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘মুরাদনগর সমিতি-ঢাকা’-এর উদ্যোগে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই চিকিৎসা শিবিরে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা মোট ৩৪০ জন চক্ষু রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। এর মধ্যে গুরুতর অসুস্থ ৩৫ জন রোগীকে লেন্স সংযোজন ও ছানি অপারেশনের জন্য সমিতির নিজস্ব ব্যবস্থাপনায় কুমিল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ জামাল উদ্দিন আহমদ, সহ-সভাপতি মনিরুল হক, জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সরকার, নির্বাহী সদস্য আব্দুল মোমেম, হাজী আব্দুস সাত্তার, হাজী গোলাম মোস্তফা, ফারুক ভ‚ঁইয়া, সহিদুল ইসলাম বাবু, কামাল উদ্দিন সরকার, নাছির উদ্দিন ও মোজাম্মেল হক নাসির প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক খান বলেন, “অসহায় মানুষের সেবা করাই আমাদের সমিতির মূল লক্ষ্য। সাধারণ মানুষ যাতে উন্নত চিকিৎসা সেবা হাতের নাগালে পায়, সেই উদ্দেশ্যে আমরা এই চক্ষু শিবিরের আয়োজন করেছি। আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
এলাকার সাধারণ মানুষ মুরাদনগর সমিতি-ঢাকা-এর এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন জনকল্যাণমূলক কাজের আরও বিস্তার কামনা করেন। সংবাদ প্রকাশঃ ২০-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=