সিটিভি নিউজ24 ।।সংবাদ শ্যামল বড়ুয়া ববি সংবাদদাতা।।
ভিন্ন পথ ও ভিন্নমতের সহপাঠীরা একসঙ্গে মিলিত হয়ে অতীত স্মৃতিকথা নিয়ে আড্ডা, ফটোসেশন,জাতীয় সংগীত,সদ্য নিহত রাজনৈতিক ব্যক্তিত্ব শহীদ ওসমান হাদী সহ প্রয়াত সহপাঠীদের প্রয়াণে শোক প্রকাশ, দোয়া ও মোনাজাত পাঠ,কেক কাটা, গিফট প্রদান, র্যাফল ড্র, প্রীতিভোজের এক নস্টালজিক আবহে মাধ্যমে সমাপ্ত হলো, কবি নজরুল ইনস্টিটিউট মুক্ত মঞ্চে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ৪০ বছর আগে ৮৫/৮৬ শিক্ষা বর্ষে পাস কোর্স ও অনার্সে ভর্তি হওয়া,৬৩ জন সাবেক শিক্ষার্থী,তাঁদের পরিবারবর্গ ও কুমিল্লার বিশিষ্টজনদের মিলন মেলায় ,শেখ আব্দুল মান্নান ও অধ্যাপক রাহুল তারণ পিন্টু এর সম্পাদনায় স্মৃতির ডায়েরী নামক প্রকাশনা উন্মোচন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ড, শাহ মো,সেলিম,রেজাউল করিম স্বপন, সাবেক জেলা ও দায়রা জজ মোজাম্মেল হক চৌধুরী লেলিন,ভিঃ কঃ বাংলা বিভাগীয় প্রধান মশিউর রহমান কাজল, প্রফে,বিমল পাল, প্রফে,হায়দার ফারুক, উপ কর কমিশনার রেজাউল করিম লিচু, আমেরিকা প্রবাসী আলী হায়দার সাজু ও এনামুল হক,এড,হুমায়ুন কবির, এ এস পি ইমতিয়াজ আহমেদ, আমিরুজ্জামান আমির,মাহবুব চৌধুরী, রেজাউল হক আঁখি,অধ্যক্ষ এমদাদুল হক পলাশ, নমিতা সাহা, সুপর্না দাস অনু, চন্দনা দাস, পলাশ কান্তি বড়ুয়া,সুভাষ বণিক,বিলকিস বেগম ঝর্ণা, শামীমা চৌধুরী ঝর্ণা,বীনা বর্মন,স্বপ্না ভৌমিক, জেসি রহমান, বুলবুল চৌধুরী, আরিফ খান, মো, আমীর,মোজাম্মেল পেয়ার , এটিএম জাহাঙ্গীর, সাদেক মৃধা,নাসরিন খানম, ইরফানুল হাসান, এনামুল হক, বায়েজিদ খান, শরীফ আহমেদ দুলাল, শোয়েব খান, নারায়ণ কর্মকার,স্বপন ভৌমিক, ফয়জুল কবীর বাবু , শ্যামল বড়ুয়া ববি,সাজেদুর রহমান অর্পণ, তাপস সাহা, সুভাষ বনিক,মিয়া আনোয়ার মোর্শেদ , আবুল হাসেম, বারীন্দ্র রায় গোপাল,নাসিম আহমেদ মজুমদার, মৃত্যুঞ্জয় সাহা,আফতাব উদ্দিন, রুহুল ইমাম, গোলাম মোস্তফা, এএফএম সালেহীন, রত্না মজুমদার , গোলাম মহিউদ্দিন সেবক, কামরুল হাসান আমীর,সারোয়ার আলম, আতিকুল ইসলাম, মাহবুব আলম চপল, মুজাহিদ চৌধুরী, হাসনাহেনা চৌধুরী, চন্দনা দাস, মো,মোশারফ, আফরোজা বেগম, আশরাফুনেছা বিলকিস,একেএম তোফাজ্জল হোসেন বেলাল, সুলক্ষণা চন্দ্রা, সুমি বড়ুয়া। সংবাদ প্রকাশঃ ২০-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com