সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান=========
কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন শনিবার ২০ ডিসেম্বর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধ দুটি ইট ভাটাকে উচ্ছেদ করেছেন। উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথ ভাবে এ অভিযান চালিয়ে ইটভাটা উচ্ছেদ করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে
পরিবেশ সুরক্ষা আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী পরিচালিত অভিযানে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায় দুইটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত ইটভাটাগুলো হলো বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর লাটিয়ার চর ( গারুচো) এলাকার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক আহমেদের পরিচালনা ধীন মেসার্স ফাইভ স্টার ব্রিকস এবং ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকার মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ ( যার পূর্ব নাম: মাস্টার ব্রিকস)। অভিযানে উভয় ইট ভাটার চিমনি মাফে সঠিক না থাকায় চিমনি ভেঙে দেওয়া হয় এবং কিলন (চুল্লি) উচ্ছেদ করে ভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ ও পরিদর্শক জোবায়ের হোসেনসহ অন্যান্য কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী, বুড়িচং থানা পুলিশ এস আই জুয়েল রানা সঙ্গীয় পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা।
অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে কুমিল্লা জেলা কার্যালয়ের আওতাধীন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। সংবাদ প্রকাশঃ ২০-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com