সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা সংবাদদাতা জানান ====
নাঙ্গলকোটের বিঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আঞ্জমান আরা (৫৯)। অবসরের আগ মূহুর্তে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু সবাইকে শোক সাগরে ভাসিয়ে দিয়েছে। তার গ্রামের বাড়ি উপজেলার মৌকরা ইউনিয়নের বিঞ্চপুর । তার এক মেয়ে রয়েছে। গত বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। দেড়মাস পর তিনি অবসরের যাওয়ার কথা রয়েছে।
জানা যায়, গত বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে নিজ বাড়ির আঙ্গিনায় শিক্ষিকা আঞ্জমান আরা ধান সিদ্ধ করছিলেন। ধান সিদ্ধ অবস্থায় হঠাৎ তার শরীরের কাপড়ে আগুন ধরে যায়। এক পর্যায়ে আগুন তার শরীরের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়ে। এতে তার শরীরের প্রায় ৯৫ভাগ দগ্ধ হয়। পরিবারের লোকজন তাকে মূমূর্ষ অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার গুরুতর দেখে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। পরিবারের লোকজন তাকে ঢাকা নেওয়ার পথে নারায়নগঞ্জের কাঁচপুর এলাকায় পৌঁছলে তার শরীর নিস্তেজ হতে শুরু করে। এক পর্যায়ে বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ নাঙ্গলকোট উপজেলা শিক্ষক পরিবারে শোকের ছায়া মেনে আসে।
বিঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহরা খাতুন বলেন, সহকারি শিক্ষিকা আঞ্জমান আরা খুব ভালো মানুষ, বিনয়ী এবং আন্তরিক মানুষ ছিলেন। তিনি অনুমতি না দিয়ে বিদ্যালয় ত্যাগ করতেন না। আমরা একজন ভালো শিক্ষিকাকে হারালাম। সংবাদ প্রকাশঃ ২০-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com