জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান === জেসিএক্স রিয়েল এস্টেট কোম্পানি ডেভেলপমেন্টস লিমিটেড এর তিনদিন ব্যাপী আবাসন মেলা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে
শুরু হয়ে মেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক, জাপান স্ট্রিটে শুরু হয়েছে।আবাসন মেলার শুভ উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির সিইও সিদ্দিকুর রহমান, অপারেশনস ডিরেক্টর আসিফ মাহমুদ চৌধুরী, পরিচালক মির্জা গোলাম রহমান শুভ, সিওও কর্ণেল এবিএম মিজানুর রহমান, নির্বাহী পরিচালক কর্ণেল মো. আরিফুল হক এবং স্টার কানেক্টের সিইও নীল হুরের জাহান, জেসিএক্স এর কর্মকর্তা আখলাখ রহমান সহ প্রমুখ।

জাপান স্ট্রিটে অবস্থিত জেসিএক্স বিজনেস টাওয়ারে অনুষ্ঠিত আবাসন মেলায় আকর্ষণীয় ছাড় ও অফার চলছে ফ্ল্যাট বুকিংয়ে, যেমন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত মূল্যছাড়, ইন্টেরিয়র ডিজাইন ও কিচেন কেবিনেট ফ্রি, এবং হোম মুভার্স সার্ভিস।

জেসিএক্স ডেভেলপমেন্টসের ৬৫টি চলমান প্রকল্পের আওতায় ৫০ লাখ ৮১ হাজার স্কয়ার ফুটের বেশি আয়তনের ফ্ল্যাট এবং অফিস স্পেস থেকে গ্রাহকরা বেছে নিতে পারবেন।
মেলায় বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন জেসিএক্স গ্র্যান্ড রেসিডেন্সেস এবং আইকন হানড্রেড বাণিজ্যিক ভবন সম্পর্কে তথ্যও দেওয়া হয়। বিশেষ করে আইকন হানড্রেড প্রকল্পে মোট জায়গার ৫০ শতাংশ উন্মুক্ত স্থান রাখা হবে।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, ‘জেসিএক্স ডেভেলপমেন্ট আমার কাছে আস্থার প্রতীক। এক যুগের বেশি সময় ধরে আমি জেসিএক্সের ফ্ল্যাটে বাস করছি। ক্রেতাদেরও আমি বলতে চাই, এখানে ফ্ল্যাট কিনলে তারা লাভবান হবেন।’

জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী আলাপে বলেন, “আমরা জাপানিজ এবং দেশের সেরা প্রকৌশলীদের সমন্বয়ে দৃষ্টিনন্দন ডিজাইন ও আন্তর্জাতিক মানসম্পন্ন ভূমিকম্পন সহনীয় আবাসনের নিশ্চয়তা দিয়ে থাকি। আমাদের সব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, জাপানের বিখ্যাত রিয়েল এস্টেট কোম্পানি ক্রিড গ্রুপের সঙ্গে যৌথ মালিকানায় পরিচালিত দেশের অন্যতম রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড ইতোমধ্যে বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প সফলভাবে নির্মাণ করেছে। সংবাদ প্রকাশঃ ১৯-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন