মতলব বড় দূর্গাপুরে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন ২৬ ডিসেম্বর

সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার।। সংবাদদাতা জানান ====
“হরি ওঁ তৎস” এ মহামন্ত্র সামনে রেখে যোগাচার্য্য শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এর অসীমকৃপায় অনুষ্ঠিত হবে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন-২০২৫। আসছে ২৬ ডিসেম্বর শুক্রবার ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন বড় দূর্গাপুর মজুমদারকান্দি প্রয়াত রবীন্দ্র সরকারের বাড়ীতে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ২৬ ডিসেম্বর শুক্রবার ব্রহ্ম মুহুর্তে হতে যথাক্রমে মঙ্গলারতি, প্রভাতীয়া শিবস্তুতি, গুরু বন্দনা ও হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডী পাঠ, শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞের শুভারম্ভ এবং দীক্ষা দান অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে আগত ভক্ত-শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং বিকেল ৩টায় ধর্মীয় আলোচনা সভা। এতে আশীর্বচন পাঠ করবেন- চট্টগ্রাম সীতাকুন্ড আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ যোগাচার্য্য শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ (গুরু মহারাজ)।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন- গীতাযজ্ঞ উদযাপন কমিটির সহ-সভাপতি শ্রী সুশীল সরকার ও ধন্যবাদ জ্ঞাপন করবেন- গীতাযজ্ঞ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী হরিদাস মন্ডল। এতে সভাপতিত্ব করবেন- গীতাযজ্ঞ উদযাপন কমিটির সভাপতি শ্রী ভবতোষ সরকার।
আলোচনা শেষে বিশ্বশান্তি কল্পে বেদ বাণী পাঠের মাধ্যমে গীতাযজ্ঞানুষ্ঠানের সমাপ্তি।
ওই যজ্ঞানুষ্ঠানে পৌরোহিত্য করবেন- চট্টগ্রাম সীতাকুন্ড আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ যোগাচার্য্য শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এছাড়াও যজ্ঞে অংশগ্রহণ করবেন- শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ উত্তমানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ জগদীশ্বরানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ রূপকানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ পুলকানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ দয়ানন্দ ব্রহ্মচারী মহারাজ ও শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারী মহারাজ সহ বিভিন্ন মঠাশ্রমের মহাত্ম মহারাজবৃন্দ।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন- গীতাযজ্ঞ উদযাপন কমিটির নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১৯-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন