কুমিল্লা টিটিসিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

সিটিভি নিউজ।। সংবাদ শ্যামল বড়ুয়া ববি সংবাদদাতা জানান ======
গত ১৮ ডিসেম্বর কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি ) চত্বরে, দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’-এই প্রতিপাদ্যে কুমিল্লায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে নানাহ আয়োজনে ।
মনোজ্ঞ র‍্যালি শেষে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মু: রেজা হাসান সহ অতিথিগণ। পরে অতিথিগণ জব ফেয়ার ও প্রবাসী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে,আগত চাকুরী প্রার্থী, বিদেশগামী কর্মী কর্মকর্তাদের সাথে কথা বলেন।
আলোচনা সভায় টিটিসি অধ্যক্ষ মো,কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মু: রেজা হাসান, স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, প্রাবাসী কল্যাণ ব্যাংকের এজিএম তৌফিকুল আজিজ, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মোঃ আলী হোসেন,সাপ্তাহিক অভিবাদন সম্পাদক,কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, রামরুর কো-অর্ডিনেটর শান্তা সূত্রধর, ব্র্যাক এম আরএমসি কো-অর্ডিনেটর মোঃ তানভীর হাসান, রুপালী ব্যাংক লিমিটেডের শরিফুল ইসলাম, ইউএনসিডিএফ ডিপিএ মোঃ ইকবাল হোসেন।
প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন হাইফা ওভারসীসের স্বত্বাধিকারী নুর জাহান বেগম ও তুহিন আহাম্মেদ।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন, সাম্প্রতিক সময়ে দেশে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স প্রবাহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, বৈধ পন্থায় বিদেশ গমন করতে হবে এবং বৈধ পথে প্রবাসীদের অর্থ দেশে প্রেরণ করতে হবে, এ ব্যাপারে সচেতন জনগোষ্ঠিকে জনমত তৈরী করতে হবে, প্রবাস গমনেচ্ছুক ব্যক্তিদের জন্যে সরকার টিটিসিসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারিত করেছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি চেক ও প্রবাসী কল্যাণে অবদান রাখা নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
টিটিসি চত্বর মঞ্চে প্রবাসীদেরকে সচেতনতামূলক গান নাটিকা ও প্রবাসীদের অতি প্রয়োজনীয় কিছু বিষয়ে কুইজ প্রতিযোগিতা হয়, রামরুর কোঅর্ডিনেটর শান্তা সূত্র ধরে সঞ্চালনায় কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ ৩০ জনকে পুরস্কার প্রদান করা হয়।
আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন টিটিসি কুমিল্লার ইন্সট্রাক্টর মোঃ মাসুদ পারভেজ ও জনশক্তি জরিপ কর্মকর্তা ডিইএমও মোঃ তাজুল ইসলাম। সংবাদ প্রকাশঃ ১৮-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন