নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা: সংবাদদাতা জানান =====
নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে স্বাধীনতা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টারদিকে উপজেলা হ্যালিপ্যাড মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন এবং পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের মেলা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন এবং তাদেও মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য রয়েছিল, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং বিজয় মেলায় সেরা স্টল বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী।
বাস্তবায়িত বিভিন্ন ধরণের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরুল হাসান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকারিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ্ত মিশ্র,থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম সিকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ হোসেন মিয়াজী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মজুমদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ।
বিকেলে উপজেলা হ্যালিপ্যাড মাঠে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সংবাদ প্রকাশঃ ১৭-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন