চৌদ্দগ্রামে বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য যুব র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা কুমিল্লা: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে যুব র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম নজমীয়া কামিল মাদরাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম। সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম বলেন, চৌদ্দগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, চৌদ্দগ্রামের গণমানুষের নন্দিত নেতা, জাতীয় নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আসুন, মহান বিজয় দিবসের এই দিনে আগামী ফেব্রুয়ারিতে ডা. তাহের ভাইকে বিজয়ী করার লক্ষ্যে আমরা শপথ গ্রহণ করি। এখন থেকেই প্রতিটি ঘরে ঘরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে যেতে হবে। জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেওয়া সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রদানের আহবান জানাতে হবে সকলকে। নির্বাচনে বিজয় অর্জন করতে হলে আমাদেরকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। এজন্য প্রতিটি ঘরে দাওয়াত পৌঁছানোর কোনো বিকল্প নেই। আগামী ফেব্রুয়ারিতেই ইনশাআল্লাহ এদেশের মানুষের বিজয় অর্জিত হবে। এ বিজয় হবে আওয়ামী বাকশালীদের বিরুদ্ধে। গণতন্ত্র ধ্বংশকারী আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আগামী নির্বাচনে পেশী শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভ‚মিকা পালন করবো ইনশাআল্লাহ। আজকে যারা বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে পূর্বের ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চায়, এদেশে তাদের সে আশা পূরণ করতে দেওয়া হবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদ ও অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে গতকাল জাতীয় শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। তাই আসুন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থেকে আগামীদিনের কল্যাণকর বাংলাদেশ বিনির্মানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আল্লাহ আমাদেরকে সেইভাবে ঐক্যবদ্ধ ভ‚মিকা পালন করার তাওফিক দান করুন।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. বেলাল হোসাইন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ভিপি মুহাম্মদ শাহাব উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কর্ম-পরিষদ সদস্য মাস্টার মো. কফিল উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, জেলা জামায়াতের কর্ম-পরিষদ সদস্য ও উপজেলা যুববিভাগের সভাপতি মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী মোহাম্মদ ইয়াছিন মজুমদার, সেক্রেটারি মো. মোশাররফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মজুমদার, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার কাজী আব্দুল কাদের, গুনবতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেচারী ডা. মঞ্জুর আহমেদ সাকী, উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেম, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হাছান মজুমদার সহ চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামী, যুববিভাগ ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী। সংবাদ প্রকাশঃ ১৭-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন