‘‘কুমিল্লার বুড়িচংয়ে অটোচালককে হত্যার ঘটনায় মূল আসামী র্যাব-১১ কর্তৃক গ্রেফতার’’

সিটিভি নিউজ।। প্রেসবিজ্ঞপ্তি।। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩০৪ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- ০১ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-০২ জন, হত্যা মামলায় ১৯০ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১০২ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৪০ জন গ্রেফতারসহ ১২৭ টি অস্ত্র, ১৪০১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৪৯৪ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৮৮ জন অপহরণকারী গ্রেফতারসহ ৯৬ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৯৬ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৬০৮ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। গত ১৬ নভেম্বর ২০২৫ ইং তারিখ সকালে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ষোলনল ইউনিয়নের ভান্তি এলাকায় গোমতী বেরিবাধ সুইচ গেইট এর পশ্চিম মুখে মাঈন উদ্দিন (১৭) নামে এক অটোরিক্সা চালক খুন হয়। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম মাঈন উদ্দিন (১৭) অটোরিক্সা চালানোর উদ্দেশ্যে গত ১৫ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকায় সাতরা চম্পকনগর এলাকায় জনৈক রিফাত এর গ্যারেজ থেকে অটো নিয়ে বের হয়। রাত ০৮.০০ ঘটিকার পর থেকে ভিকটিমের মোবাইল বন্ধ পাওয়ায় এবং সে বাড়ীতে না ফেরায় তার পরিবার তাকে বিভিন্ন স্থানে খোজ করতে থাকে। পরবর্তীতে ১৬ নভেম্বর ২০২৫ ইং তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ষোলনল ইউনিয়নের ভান্তি এলাকায় গোমতী বেরিবাধ সুইচ গেইট এর পশ্চিম মুখে ভিকটিম মাঈন উদ্দিন (১৭) এর লাশ পাওয়া যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১১, তারিখ-১৬/১১/২০২৫। উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রæত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে।
গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে জড়িত মূল আসামী মোঃ রফিক (৪০) এর অবস্থান কক্সবাজার জেলার ঈদগাঁও থানা এলাকায় শনাক্ত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুরে র্যাবের অভিযানে কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ঈদগাঁও বাস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত মূল আসামী মোঃ রফিক (৪০), পিতা-মৃত ফখর উদ্দিন, সাং-মাঠের হাট, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম ইং-১৫/১১/২৫ তারিখ রাতে অটোরিক্সা চালিয়ে যাওয়ার সময় গ্রেফতারকৃত আসামী সহ অন্যান্য আসামীরা ভিকটিমকে ঘটনাস্থলে পথরোধ করে তার নিকট ২,০০০/- টাকা দাবী করে। তখন ভিকটিম টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ভিকটিমের পরিহিত গেঞ্জি দিয়ে ধৃত আসামী সহ অন্যান্য আসামীরা ভিকটিমকে শ^াসরোধ করে হত্যা করে তার অটোরিক্সা থেকে ০৫ টি ব্যাটারী নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৭-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=