ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের উদ্যোগে ব্যানার-ফেস্টুন গেইট অপসারণ

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান =====
গতকাল রবিবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনে উদ্যোগে ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণ করেছে উপজেলা প্রশাসন। সূত্রে জানা গেছে বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের নেতৃত্বে গ্রাম পুলিশসহ মিলে উপজেলার প্রধান প্রধান ফটক এয়োদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীর গেইট ব্যানার -ফেস্টুন পোস্টার অপসারণ করা হয়েছে।
জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পর ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার বিভাগকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দিয়েছে নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে। ওই নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থী/ব্যক্তিদের তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে/দায়িত্বে অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, আমি নিজে প্রার্থীদের সাথে কথা বলেছি এবং তাদের নিজ খরচে বিভিন্ন ব্যানার পোস্টার গেইট প্যান্ডেল অপসারণ করার জন্য বলেছি। আজ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে পাঠিয়েছি উপজেলার প্রধান প্রধান ফটকে গেইট ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৫-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন